ব্লগ
28 August 2021
মানব জীবনে ইমপ্যাথি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইমপ্যাথির অভাবেই বিশ্বজুড়ে এত বিভেদ এত হানাহানি। আমরা যদি অন্যের জায়গায় দাঁড়িয়ে ভাবতে পারতাম তাহলে বেঁচে থাকার জন্য নিজের অধিকারের চেয়ে অন্যের অধিকারকে খাটো করে দেখতাম না।