ব্লগ
13 august 2021
পৃথিবীর নেতৃত্ব শেষ পর্যন্ত এলিটদের হাতেই থাকে। ধর্ম বলেন, রাষ্ট্র বলেন আর সমাজই বলেন না কেন।
এলিটতন্ত্র অত্যাচারী হলে সাধারণ মানুষ এলিটতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। তিক্ত সত্য হল সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হবার জন্য নিজেদের মধ্য থেকে যাদেরকে নেতা বানায় বা যে সাধারণ মানুষগুলো অন্যদের সংঘবদ্ধ করে নেতা হয়ে ওঠে তারা মূলত এলিটই হয়ে ওঠে। এই নয়া এলিটরা প্রায়ই আন্দোলনের বুকে ছুরি মারে, আন্দোলনকে স্যাবোটাজ করে। এগুলো মূলত তাদের নয়া শ্রেণী সচেতনতার ফল। অনেক নয়া এলিট অবশ্য শ্রেণী সচেতনতার অভাবে বা বিদ্যমান এলিটতন্ত্রের বদলে নিজস্ব এলিটদের ক্ষমতায় আনার জন্য এলিটদের বিরুদ্ধে আপাত অবস্থান নিয়ে থাকে।