Books to change our world.
Mrinmoy Mizan Is Appeared With His Extraordinary Writtings
— learn to change the world —
মৃন্ময় মিজান বাংলাদেশের আবৃত্তি জগতের এক প্রতিষ্ঠিত নাম। দেশসেরা আবৃত্তি সংগঠন আবৃত্তি একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা এবং বীজ থেকে মহীরুহ করার কারিগর।
আবৃত্তি একাডেমি ছাড়াও ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে নিয়মিত উচ্চারণ এবং আবৃত্তির ক্লাস নেন তিনি। তার আবৃত্তি ও উচ্চারণের ক্লাসে অংশ নেয়া শতাধিক শিক্ষার্থী দেশের মূলধারার গণমাধ্যমে কাজ করছে, অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে বাচিকশিল্পী হিসেবে।
স্বাপ্নিক থিয়েটারের স্বপ্নদ্রষ্টা, অর্বাকের (লিটল ম্যাগাজিন) মূল উদ্যোক্তা, আবৃত্তি একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা মৃন্ময় মিজান অনলাইন ভিত্তিক আবৃত্তি চর্চার প্লাটফর্ম আবৃত্তি বিশ্বজ্ঞানালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য ।
মৃন্ময় মিজানের জন্ম স্থান বাংলাদেশের দক্ষিনাঞ্চলীয় জেলা ভোলা। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে।
আবৃত্তিশিল্পী, সংগঠক, নির্দেশক, প্রশিক্ষক মৃন্ময় মিজানের আরেকটি বড় পরিচয় হল তিনি লেখেন। কথা সাহিত্য, কবিতা, গান, রম্য এবং প্রবন্ধে তার মুন্সিয়ানা সুবিদিত। এ পর্যন্ত প্রকাশিত উপন্যাস দুটো - নীল ডুমুরের খেয়া এবং ভাঙনের নেই পারাপার। গল্প, কবিতা, উপন্যাস এবং আবৃত্তি বিষয়ক আরও কিছু বই প্রকাশের অপেক্ষায়।