ছোট গল্প

দুই দেহ - মৃন্ময় মিজান

13.08.2016

দুই দেহ

মৃন্ময় মিজান

হিজলতলির মাঠে একটা লাশ আমাকে তাড়া করছিল। ওকে ত্যাগ করা আত্মাই নাকি আমি। আমাকে হয় নিজ দেহ ত্যাগ করতে হবে নতুবা দুই দেহেরই দায়িত্ব নিতে হবে।

এক আত্মা দুই দেহে থাকে কিভাবে? আমার প্রশ্নে মাঠ কাঁপিয়ে হাসল মড়া। বলল, সে তোমার সমস্যা। আমাকে ত্যাগ করে আরেকজনের ভেতর সুরুৎ করে ঢুকে যাবার সময় মনে ছিল না তুমি দুই দেহের মালিক হতে যাচ্ছ!

এমন ভেজাল লাইফে প্রথম। কুল-কিনারা না পেয়ে একজন ফেরেস্তার সাথে দেখা করলাম। উনি সম্প্রতি আসমান থেকে বিতাড়িত হয়েছেন। বললেন, আসমানে গণ্ডগোল শুরু হইছে। এসব তারই আলামত।

মানে বুঝলাম না। আল্লাহ কি অন্য কোথাও চলে গেলেন নাকি! ফেরেস্তা যা শুনালেন তা ভয়াবহ। আল্লাহ মানুষকে নিয়ে আর ভাবছেন না। তিনি পুরো ফেডাপ। যা ইচ্ছা হোক মানুষের। তিনি আর কখনও এ ব্যাপারে নাক গলাবেন না।

কিন্তু মরে যাবার পরও দেহ বাঁচে কিভাবে? আর মরেই যদি গেলাম আরেক দেহে ঢুকলাম কিভাবে? মাথা চুলকিয়ে ফেরেস্তা বললেন, এইটা নতুন প্রবলেম আমার কোন আইডিয়া নাই।

রাতে স্বপ্ন দেখলাম। এক আজব মানুষ। বলছে, তুমি খুব লোভী! নিজ দেহ পছন্দ না হওয়ায় আত্মাহীন একটা দেহ পেয়ে পুটুস করে ঢুকে গেছ। কিন্তু আত্মাহীন দেহ হয় কিভাবে? পৃথিবীতে প্রতি দশ জনে একজনের কোন আত্মা নেই। তেমন দেহেই ঢুকেছ তুমি।

এখন কি করব আমি? দুই দেহ চালাব কিভাবে? একজন স্বামী যেভাবে দুই বউ চালায়। কিংবা একজন প্রেমিক যেভাবে দুইজন প্রেমিকা চালায় সেভাবে।

সকালে ঘুম ভাঙল প্রচণ্ড টেনশন নিয়ে। কাকে ছেড়ে কাকে রাখি এই চিন্তায় দুই দেহ ছেড়েই বাতাসে ভাসতে থাকলাম। একটা দমকা হাওয়া আমাকে দেহ দুটো থেকে দূরে কোথাও নিয়ে গেল।

দেহহীন আমি দেহ খুঁজতে খুঁজতে পার করে দিলাম তিনশো আশিটা পৃথিবী।

মৃন্ময় মিজানের আরো গল্প

28.12.2014

চালচিত্র

মৃন্ময় মিজান

একটি বিশ্বমানের চলচ্চিত্র বানাবো। প্রয়োজনীয় আলাপচারিতা সেরেছিলাম ছ'মাস আগের এক সকালে। উপস্থিত ছিল তিনজন অশরীরি, দুটো চড়ুই, সকালের বাতাস এবং গুটিকয় সিনেমানবিস।..

13.08.2016

দুই দেহ

মৃন্ময় মিজান

হিজলতলির মাঠে একটা লাশ আমাকে তাড়া করছিল। ওকে ত্যাগ করা আত্মাই নাকি আমি। আমাকে হয় নিজ দেহ ত্যাগ করতে হবে নতুবা দুই..

19.07.2020

যাত্রী

মৃন্ময় মিজান

কুকুরটি ভয়ানক ভাবে তেড়ে এল। আমার বুক লক্ষ্যে লাফ দিতেই মনে হল ওটা কুকুর নয় হায়েনা। ভয়ে চোখ বন্ধ করলাম। হাত দুটো..

4 September 2021

সেই সব আঁধার

মৃন্ময় মিজান

বটের ছায়ায় লীন হতে হতে আঁধারে মিশে গেলে একটি অংক রাজহাঁস হয়। অংকের পিঠে প্রেম বসিয়ে পিথাগোরাসের উপপাদ্যকে প্রধান পুকুরপাড়ে..

জুলাই 2011

মৃত্যুহীনা

মৃন্ময় মিজান

১.

মাঝে মাঝে ভূত চাপে সাইফুলের কাঁধে। কোনদিন নদীপথে স্বরূপকাঠি, আটঘর কুড়িয়ানা, ঝালকাঠি, বরিশাল কিংবা একেবারেই কাছের কাউখালি। কোনদিন সাইকেলে চেপে..

4 September 2021

ঈমান

মৃন্ময় মিজান

সভ্যতার ইতিহাস নিয়ে আমরা তর্ক করছিলাম। ও বলছিল, মানুষের ইতিহাস মূলত স্রষ্টাকে অস্বীকারের ইতিহাস। আমি বলেছিলাম, মানুষের ইতিহাস হল স্রষ্টাকে চেনার..

Get In Touch — Feel free to drop me a line —

  • Email
    info@mrinmoymizan.com
  • Phone
    +8801711167062
  • Website
    www.mrinmoymizan.com
Submit
Your email sent Successfully, Thank you.
Error occurred while sending email. Please try again later.