ছোট গল্প
4 September 2021
বটের ছায়ায় লীন হতে হতে আঁধারে মিশে গেলে একটি অংক রাজহাঁস হয়। অংকের পিঠে প্রেম বসিয়ে পিথাগোরাসের উপপাদ্যকে প্রধান পুকুরপাড়ে মরে যেতে দেখি। পুকুরটি ঝোপের ডালে জোনাকের ঝারবাতি সাজিয়ে কাঙালি ভোজে ব্যস্ত হলে উল্কাপতনের শব্দে কাঁপে জনতার খনি। সেই সব দিনে গজিয়ে ওঠা পাহাড়ের চূড়ায় চোখের পর চোখ বসিয়ে বৈজ্ঞানিক কল্পকথা লেখা হতো বলে প্রেক্ষাগৃহে উল্কাবিদ্যার বদলে উৎপাদিত হতো ইভটিজারের এনাটমি...