কবিতা
12 august 2021
অতিক্রান্ত সময়ের কসম!
পানিতে মিলিয়ে যাওয়া বুদবুদ ছাড়া
দুনিয়া আর কিছুই নয়।
তুমি কি পানি হয়ে পানি দিয়ে পানিতে
নিজের চিহ্ন রেখে যেতে চাও?
এই সুরম্য অট্টলিকা সেদিন থাকবে না
এই অর্থের বৈভব সেদিন থাকবে না
এই অত্যাচারী ক্ষমতা সেদিন থাকবে না
মূলত সময় ছাড়া আর কিছুই থাকবে না সেদিন।
তোমার মুখোমুখি দাঁড়িয়ে থাকবে
শুধুই তোমার কৃতকর্ম।
এক অবিনাশী চলচ্চিত্রের মত
তোমার স্মৃতি তুলে ধরবে সকল রেকর্ড।
স্বর্গ তো কেবলি তোমার এক খণ্ড মুগ্ধ স্মৃতি
শত দুর্দৈবেও যে জ্বালিয়ে রাখে প্রেরণার আলো।
আর নরক! ভুলতে চাওয়া স্মৃতির
সেই লকলকে জীভ- যে তোমাকে
প্রতিদিন দংশন করে শত সহস্রবার।