কবিতা

কবিতা: স্বর্গ ও নরক - মৃন্ময় মিজান

কবিতা: কবিতা: স্বর্গ ও নরক

মৃন্ময় মিজান

12 august 2021


অতিক্রান্ত সময়ের কসম!
পানিতে মিলিয়ে যাওয়া বুদবুদ ছাড়া
দুনিয়া আর কিছুই নয়।

তুমি কি পানি হয়ে পানি দিয়ে পানিতে
নিজের চিহ্ন রেখে যেতে চাও?
এই সুরম্য অট্টলিকা সেদিন থাকবে না
এই অর্থের বৈভব সেদিন থাকবে না
এই অত্যাচারী ক্ষমতা সেদিন থাকবে না
মূলত সময় ছাড়া আর কিছুই থাকবে না সেদিন।
তোমার মুখোমুখি দাঁড়িয়ে থাকবে
শুধুই তোমার কৃতকর্ম।
এক অবিনাশী চলচ্চিত্রের মত
তোমার স্মৃতি তুলে ধরবে সকল রেকর্ড।

স্বর্গ তো কেবলি তোমার এক খণ্ড মুগ্ধ স্মৃতি
শত দুর্দৈবেও যে জ্বালিয়ে রাখে প্রেরণার আলো।
আর নরক! ভুলতে চাওয়া স্মৃতির
সেই লকলকে জীভ- যে তোমাকে
প্রতিদিন দংশন করে শত সহস্রবার।

মৃন্ময় মিজানের আরো কবিতা

কবিতা:কবিতা: স্বর্গ ও নরক

মৃন্ময় মিজান

অতিক্রান্ত সময়ের কসম!
পানিতে মিলিয়ে যাওয়া বুদবুদ ছাড়া
দুনিয়া আর কিছুই নয়।

তুমি কি পানি হয়ে পানি দিয়ে পানিতে
নিজের..

কবিতা:কবিতা: ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন

মৃন্ময় মিজান

জেগে উঠেছে সুপ্ত ভিসুভিয়াস।

উদগীরণ করছে দম বন্ধ করা ধোঁয়া আর

জীবন সংহারী লাভা।

পৃথিবীর সবগুলো আগ্নেয়গিরি যৌথ আক্রোশে

ফেটে পড়ছে আলোর পথযাত্রী এক অবিচল..

কবিতা:কবিতা: মেঘলা আলাপের ঘোর কিংবা বিরহ বিলাস

মৃন্ময় মিজান

- মেঘের ঘনত্ব দেখেছ ? বৃষ্টি হয়েই ঝরবে বুঝি আজ আষাঢ়!
- আমার এখানে আঁধারের উৎসব। জানালায় ঝুলছে বিষণ্ন পর্দার ঢেউ।

Get In Touch — Feel free to drop me a line —

  • Email
    info@mrinmoymizan.com
  • Phone
    +8801711167062
  • Website
    www.mrinmoymizan.com
Submit
Your email sent Successfully, Thank you.
Error occurred while sending email. Please try again later.