কবিতা
12 august 2021
জেগে উঠেছে সুপ্ত ভিসুভিয়াস।
উদগীরণ করছে দম বন্ধ করা ধোঁয়া আর
জীবন সংহারী লাভা।
পৃথিবীর সবগুলো আগ্নেয়গিরি যৌথ আক্রোশে
ফেটে পড়ছে আলোর পথযাত্রী এক অবিচল জাহাজের উপর।
যাত্রীদের মনে অজানা আশংকার মেঘ
এই দুর্দিনে কে ধরবে জাহাজের হাল?
কারো উত্তোলিত হাত আকাশে
কারো কপাল জায়নামাজে
কেউ দাঁড়িয়ে গেছে তাহাজ্জুদের সালাতে
কারো চোখ অবিশ্রান্ত অশ্রু বর্ষণ করছে
চেয়ে চেয়ে প্রভুর দয়া অনুক্ষণ।
ওদিকে সমুদ্রও থেমে নেই
লেলিয়ে দিয়েছে ঝড় সাইক্লোন প্রতিক্ষণে
টালমাটাল জাহাজ দুলে দুলে উঠছে
এই কি তবে শেষ মুহুর্ত?
আমাদের স্বপ্নের সাম্পান কি হারিয়ে যাবে
বন্দরহীন কোন ঘাটে?
তখনি বাতাসে কে যেন ছড়িয়ে দিল
পবিত্র কুরআনের সেই অমোঘ বাণী
ওয়ালা তাহিনু অলা তাহঝানু
ওয়া আনতুমুল আলাওনা ইনকুনতুম মুমিনিন।
যাত্রীদের মন ভরে উঠল সাহসের দিপ্তীতে
আমাদের ক্যাপ্টেন শক্ত হাতে ধরল জাহাজের হাল
উত্তাল ঝড় আর ঢেউয়ের পাহাড় পেরিয়ে
জাহাজ এগিয়ে চলল নির্দিষ্ট বন্দরে।
তারপর এক আলোকজ্জ্বল ভোরে
আমরা দেখতে পেলাম ক্যাপ্টেনকে
উজ্জ্বল সূর্যের আলোয় চিকচিক করছে তার চিবুক
তার গর্বিত কণ্ঠে ঝরে ঝরে পড়ছে পূর্বসুরীদের
সাহস আর বিদগ্ধ কৌশলের তারিফ!
তখনি কেউ একজন তারস্বরে গলা ছাড়ল,
ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন
অভিবাদন গ্রহণ কর আমাদের
তোমার প্রশান্ত মুখ আর অচঞ্চল দৃষ্টি
তোমার বুদ্ধিদিপ্ত কৌশল আর সাহসের দ্যুতি
ঝড়ের রাতেও দীর্ঘদিন পথ দেখাবে আমাদের!
আমাদের সম্মিলিত আনন্দধ্বনি পেরিয়ে
নতুন ক্যাপ্টেনের হাতে তিনি তুলে দিলেন জাহাজের হাল
আমরাও নতুন কোন সমৃদ্ধ বন্দরের প্রত্যাশায়
আবার পাল তুললাম মহাসাগরের অতলান্তিক জলরাশিতে!
প্রথম প্রকাশ: ২৯.১২.২০২০।